নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে সুদে ঋণ দেওয়ার পর ওই টাকা আদায়কে কেন্দ্র করে বাকবিত-া থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের হামলায় দেলোয়ার হোসেন (৪৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা আটটার পৌরশহরের দক্ষিণ কালিনগর এলাকায় দুধুয়ার খাল ব্রিজের উপর এই ঘটনা ঘটে। পুলিশ রাতেই ২ জনকে আটক করেছেন।
পুলিশ,নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা আটটার সময় পৌরশহরের দক্ষিণ কালিনগর এলাকায় দুধুয়ার খাল ব্রিজ সংলগ্ন মৃত আব্দুস সামাদের পুত্র শেখ ফরিদ সুদের ২ হাজার টাকা দাবিতে রিকসা চালক তারা মিয়াকে চাপ প্রয়োগ করে। তাদের মধ্যে শুরু হয় বাক বিতন্ডা। এ সময় মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন তার মুদি দোকানের সন্মুখ থেকে উভয়কে সরে যেতে বলেন। ক্ষিপ্ত হয় শেখ ফরিদ। পরে শেখ ফরিদ, তার পুত্র, ভাই ভতিজাকে সঙে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মরিচের গুরা ছিটিয়ে দেলোয়ারদের উপর হামলা করে। এ সময় দেলোয়ার হোসেন(৪৮), তার ভাই-লিটন মিয়া(৩৫), মজিবর রহমান(৫০), লিটনের স্ত্রী সুন্দরী বেগম(৩০), পুত্র আবু রায়হান(১৮) গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্্ের এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দেলোয়ারের মৃত্যু ঘটে। আহত অন্য চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী বলেন, শেখ ফরিদ অত্যন্ত দুর্ধর্ষ। তার বিরুদ্ধে রয়েছে ফয়সাল হত্যা মামলা, ডাকাতি সহ একাধিক মামলা । মরিচের গুরা ছিটিয়ে তার মারামারির ঘটনাও রয়েছে। তাই এই অপরাধীর ফাঁসি দাবি করেন গ্রামবাসী।
রিক্সা চালক তারা মিয়া বলেন-তিন বছর আগে শেখ ফরিদের কাছ থেকে ২৫ হাজার টাকা দাদন নিয়ে ৫০ হাজার টাকা সুদ দেন। তবুও তার দাবি মেটেনি। শেষে আরো ২৫ হাজার টাকা আসলও দিতে হয় তাকে। সর্বশেষ আরো ২ হাজার টাকা সুদ দাবি করে সে ঘটনার সময় তার সাথে বাক বিতন্ডা করে। মাছ ব্যবসায়ী দেলোয়ার তার দোকানের সন্মুখ থেকে সরে যেতে বললে এই নিহত ও আহতের ঘটনা ঘটে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা বলেন,এ ব্যাপারে নিহতের ভাই ভুলু মিয়া ২০ জনকে আসামী কওে একটি হত্যা মামলা করেছে। গতকাল রাতেই ময়দান আলী(৫৫) ও শেখ ফরিদের মোছা.খুশি বেগম(৩৫)কে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
Leave a Reply